চট্টগ্রামের বাঁশখালীতে হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা প্রদান ও রক্তের স্যাম্পল সংরক্ষণ করার ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি বেসরকারি হাসাপাতাল সিলগালা করা হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সিলগালা করা বেসরকারি হাসপাতালগুলোর নাম, প্রাইম হেলথ সেন্টার, জলদী ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতাল ও জলদী পেশেন্ট কেয়ার হাসপাতাল। এর মধ্যে বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা ও জলদী পেশেন্ট কেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শফিউর রহমান মজুমদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মোহাম্মদ মারজু।
চট্টগ্রামের বাঁশখালীতে অনিয়মের অভিযোগে ৪টি হাসপাতাল সিলগালা ও জরিমানার বিষয়ে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো: আব্দুল খালেক পাটোয়ারী জানান, অভিযান পরিচালনাকালে ডায়গনস্টিক সেন্টারগুলো লাইসেন্স দেখাতে পারেনি। একটি ডায়াগনস্টিক সেন্টারেও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পাওয়া যায়নি। যদিও সবাই একই কথা বলেছেন যে, মেডিকেল টেকনোলজিস্টরা ছুটিতে রয়েছে।
তিনি আরও জানান, এছাড়াও রোগীর দেহ থেকে সংগ্রহকৃত রক্তের স্যাম্পল ফ্রিজে রাখার কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানে দেখা গেছে, বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের ল্যাবের ফ্রিজে সবজি এবং ওষুধ এক সাথে সংরক্ষণ করা হচ্ছে। তাই অভিযানে ৪টি হাসপাতালক সিলগালা এবং এর মধ্যে দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। এ অভিযান সারা দেশে অব্যাহত থাকবে।