চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুর হোসেন (৩৫) কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
দূর্বৃত্তদের হামলায় নিহত মঞ্জুর চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ এর রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং উপজেলার স্বনির্ভর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।
রবিবার (০৮ অক্টোবর) সন্ধায় রাঙ্গুনিয়া পৌরসভার শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দূর্বৃত্তদের হামলায় নিহতের এক বন্ধু আহত হয়েছেন, তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মূলত বালু তোলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ড চালানো হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, এলাকায় বালুর ব্যবসা নিয়ে বেশ কিছুদিন যাবৎ নিজেদের মধ্যে বিরোধ চলছিলো। সেই বিরোধের জেরেই এই হত্যাকান্ড ঘটতে পারে।
জানা গেছে, ঘটনার সময় রাঙ্গুনিয়া শান্তিনিকেতন এলাকায় মঞ্জুর ও তার এক বন্ধু চায়ের দোকানে গল্প করছিলেন। এমন সময় দূর্বৃত্তরা আকস্মিক তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে এবং তারপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুপিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, তাদের বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষদের হামলায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আসামীদের সনাক্ত করে গ্রেফতারের পক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।