টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ এক গৃহবধূ গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে কক্সবাজার টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মহিলা টেকনাফের সাবরাং ইউনিয়নের ফরিদ আহমদের মেয়ে ও আবু তাহেরের স্ত্রী। তার নাম অপি আক্তার প্রকাশ হেপি আক্তার (২৮)। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকায়
টেকনাফে র্যাবের অভিযানে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে র্যাব-১৫, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করলে ১জন মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মহিলার বসতঘর তল্লাশি করে সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও আটককৃত মহিলার অপর সহযোগী সম্পর্কে তার স্বামী বলে জানা গেছে।