নওগাঁর মহাদেবপুরে অটোভ্যান চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই অটোভ্যান উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (০২ মার্চ) দুপুর ৩ টার দিকে থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
নওগাঁর মহাদেবপুরে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং-এর মাধ্যমে জানা যায়, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ পুলিশ টিম শুক্রবার রাতে বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অটোভ্যান চোর দলের সক্রিয় সদস্য বদলগাছী উপজেলা কুশারমুড়ি গ্রামের মৃত মো: শমসের আলীর ছেলে মো: আব্দুল হাকিম (৫৩), তার ছেলে আশিকুর রহমান (২১) এবং পত্নীতলা উপজেলার মধইল বটতলা গ্রামের মো: হাসু মন্ডলের ছেলে, বর্তমানে বদলগাছীর বালুভরা দোনাইল গ্রামের মো: আবুল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই অটোভ্যান উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার চাঁন্দাশ ইউপির বাগডোব বাজার মসজিদের কাছ থেকে অটো চার্জার ভ্যান চুরি হয়। এ বিষয়ে রামচরণপুর গ্রামের মৃত মো: মজিদুর মন্ডলের ছেলে মো: এলিছ মন্ডল আজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেন।