বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও মোকামতলা তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
তিনি জানান, গতকাল (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন সুলতানগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ী সজিবের পশুপাখির খামারে বিশেষ অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা। অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মোকামতলা তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে ২ কেজি গাঁজাসহ আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।