বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় ৩ জনকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২০ মার্চ) রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদও জব্দ করেছে র্যাব।
আটককৃতরা হলো, শাজাহানপুর উপজেলার মো: রিপন (২৬), মো: সাইফুল ইসলাম (৪৭) ও দুপচাঁচিয়া উপজেলার মো: মহিদুল ইসলাম (২৯)।
পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় ৩ জনকে আটকের বিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মো: মীর মনির হোসেন বলেন, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে সে স্থানে অভিযান চালানো হয়।
এ সময় চাঁদা উঠানোর রশিদসহ হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।