বগুড়ার শেরপুরে চাল কলের একটি গুদামে অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুত বন্ধে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে শনিবার বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় লাইসেন্স বিহীন চাল মজুত রাখায় ‘তুলি অটো রাইচ মিল’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। পাশাপাশি ওই গুদামে মজুতকৃত সকল চাল সরকার নির্ধারিত দামে খাদ্য গুদামে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
এ ছাড়াও ধারণক্ষমতার বেশি চাল মজুত করায় উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ‘মেসার্স শাহ আলম রাইস প্রসেসিং মিল’এ ৫০ হাজার টাকার অর্থদন্ড দেওয়া হয়।
বগুড়ার শেরপুরে চাল কলের গুদামে অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর নেতৃত্বে অংশ নেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাউফুদ্দিন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম, র্যাব ও পুলিশের কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।