বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে পৌর শহরে উপজেলা গেইট সংলগ্ন রামচন্দ্রপুরপাড়া এলকায় এই অভিযান পরিচালিত হয়। এই ঘটনায় অভিযুক্তকে কারা ও অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদীর নেতৃত্বে এই অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও পুলিশ সদস্যগণ সহযোগীতা করেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, শেরপুর উপজেলা পরিষদের ঠিক বিপরীত দিকে সুইপার কলোনীতে মৃত লালজী বাঁশফোড়েরর বাড়িতে মাদক দ্রব্য বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানতে পেরে ইউএনও সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রাথমিক ভাবে বাড়ি তল্লাশী করে কিছু পাওয়া যায়নি।
পরে অধিক অনুসন্ধান করে বাড়ির একটি সুড়ঙ্গে রাখা ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় লালজী বাঁশফোড়েরর ছেলে হৃদয় বাশফোঁড়কে (২১) হাতে নাতে আটক করা হয়। অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে ৯ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
বগুড়ার শেরপুরে মাদক উদ্ধারের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলায় নানা ধরণের খেলাধুলা আয়োজন করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।