বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় ডাকাত দলের এক নারী ও গাড়ি চালকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রোয়াংছড়ি রৌনিন পাড়ার জিংচুন নুং বমের মেয়ে ভানুনুন নুয়াম বম, থানচি সিমত্মাংপি পাড়ার লাল মুন চম বমের ২ ছেলে আমে লনচেও বম, জেমিনিউ বম এবং থানচি টিএন্ডটি পাড়ার মো: ইউসুফের ছেলে মো: কফিল উদ্দিন সাগর।
বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের বিষয়ে সোমবার (০৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার (এসপি) মো: সৈকত শাহীনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (০৩ এপ্রিল) বান্দরবানে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে অস্ত্রধারী ডাকাত দলের ২৫ থেকে ৩০ জন সদস্য পূর্ব-পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে।
উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫-২০ লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে অনুমানিক ৩ লাখ টাকাসহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং উপস্থিত লোকজনদের কাছ থেকে ১০-১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ডাকাতির ঘটনার পর থানচি থানায় মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে রবিবার বিকেল ৫টার দিকে বান্দরবানের রেইচা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরেকদিকে ডাকাত দলের সদস্য গাড়িচালক মো: কফিল উদ্দিন সাগরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানচি সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।