বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া তালপুকুর এলাকায় অবৈধভাবে ৩০ ফিট গভীর করে মাটি খননের ঘটনায় স্থানীয় বসতবাড়িগুলো হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট এসএম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। শেরপুর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই পালিয়ে যান। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর দুটি ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে মাটি খনন করছিলেন। এভাবে গভীর গর্ত করার কারণে ঘরবাড়ি ভেঙে পড়ার শঙ্কায় ছিলেন তারা।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম জানান, “অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।