ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরি করার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ৪ জন চোর বিদ্যুতের লাইন থেকে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছিলো। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ধামাউড়া গ্রামের মো: শিপন মিয়া, নিজসরাইল গ্রামের মো: তারেক, অরুয়াইলের মো: হারিছ মিয়া ও নাসিরনগরের চাতলপাড়ের মো: সাদেক মিয়া। আটককৃতরা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তাদের কাছ থেকে তামার তার যুক্ত ৫২ কেজি ওজনের ৩টি পিতলের কানেক্টর এলটি, ৩৮ কেজি ওজনের ৪টি লোহার অ্যাংগেল, বাঁশের হুক, পাইপ ও স্টিলের রেন্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়।
সরাইলে ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরির বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সরাইল উপজেলার গোগদ এলাকায় চুরির সময় এলাকাবাসী ৪ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় পিডিবি এর স্থানীয় অফিসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।