শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

হজরত শাহজালাল বিমানবন্দরে যৌথ অভিযানে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৪

বিশেষ সংবাদ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা, এনএসআই এবং এপিবিএনের যৌথ অভিযানে ৪ জন যাত্রীকে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণবার, ভেজা স্বর্ণের পাউডার ও স্বর্ণের অলংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা।

আটককৃতরা হলেন, পটুয়াখালীর বাসিন্দা মো: জুয়েল হোসেন (৩৪), মুন্সিগঞ্জের বাসিন্দা মো: ইব্রাহিম খলিল (৪০) ও মো: আব্দুল কাদির (৪১) এবং ঢাকার গাজীপুরের বাসিন্দা খোরশেদ আলম (৪২)। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে দুবাই থেকে আসা ১টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এনএসআই, এপিবিএন ও কাস্টমস গোয়েন্দর ১টি যৌথ অপারেশন টিম এর বাইরে অপেক্ষমাণ ছিল।

সকাল ৬টার দিকে একে একে এই ফ্লাইটের সকল যাত্রী বের হয়ে যেতে থাকে। এ সময় সন্দেহজনক ৪ জন যাত্রীকে থামানো হয়। তারা ৪ জনই ওই ফ্লাইটের যাত্রী। পরে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসা করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কৌশলে লুকানো ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে স্বর্ণবার ও ৯৪ গ্রাম করে স্বর্ণালংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া গেছে, যার ওজন সবমিলিয়ে ২ কেজি ১০৪ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা।

হজরত শাহজালাল বিমানবন্দরে যৌথ অভিযানের বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আটককৃত ৪ যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর...

জনপ্রিয়

অপরাধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা আহমেদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনাটি...

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার পর এতে বড় ধরনের পতন ঘটেছে। ট্রাম্পের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা আহমেদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল)...

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার...

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে এশিয়ার শেয়ারবাজারে ধস

যুক্তরাষ্ট্রের ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। এতে বৈশ্বিক বাণিজ্য...

“ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন”: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...