বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
ওষুধ শিল্পে বিশ্বের মধ্যে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বলে উল্লেখ করে পাকিস্তানের হােইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী পাকিস্তান। এ ছাড়াও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান সরকার।