বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

বিশেষ সংবাদ

ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (২৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে দেশটির বেইত শেমেশ শহরসহ আশপাশের বহু এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে

তীব্র গরম ও দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এক শহর থেকে অন্য শহরে। এতে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল।

জরুরি এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অ্যাডহক কমান্ড সেন্টারে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, বেইত শেমেশ শহরের ঝোপঝাড় থেকে দাবানলের সূচনা হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে মোশাভ তারুমসহ আশপাশের এলাকায়।

আগুন এতটাই তীব্র হয়ে ওঠে যে অনেক চালক তাঁদের গাড়ি ফেলে রেখে প্রাণ বাঁচাতে পায়ে হেঁটে শহর ছাড়েন। স্থানীয় পুলিশ জানিয়েছে, জেরুজালেমগামী রুট-১ ও রুট-৬ সহ বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পর্বতের ধারে থাকা পর্যটকদের খুঁজে বের করে সরিয়ে আনতে অভিযান চালানো হচ্ছে।

ছবি : সংগৃহীত।

দাবানল ঠেকাতে আকাশপথে কাজ শুরু করেছে ফায়ার অ্যান্ড রেসকিউ বাহিনী। আটটি অগ্নিনির্বাপক বিমান ও একটি হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছয়টি জেলা থেকে আনা হয়েছে প্রায় ১১০টি ফায়ার ইউনিট, যাদের সঙ্গে মাঠে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ এবং উদ্ধারকারী দল।

এ পর্যন্ত সাতজন ফায়ারফাইটার ও দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেরুজালেম শহর থেকে দাবানলের কেন্দ্রস্থল প্রায় ২৫ কিলোমিটার দূরে হলেও, আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ। দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়, রেহোভোট শহরের কাছে মহাসড়কে হেঁটে চলা মানুষ, চারপাশে ছড়িয়ে পড়া কালো ধোঁয়া—সব মিলে যেন বাস্তবের এক বিপর্যয়ের চিত্র।

উল্লেখ্য, গ্রীষ্মকালের দীর্ঘ শুষ্কতা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে ইসরায়েলে প্রায়ই দাবানলের ঘটনা ঘটে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালেও দেশটি এমন দুর্যোগের মুখে পড়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ...

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জনপ্রিয়

অপরাধ

সামরিক শক্তির তুলনায় কে এগিয়ে ভারত না পাকিস্তান?

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি অবস্থান, কূটনৈতিক চাপ এবং সীমান্তজুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আবারও সামনে...

দুই উপদেষ্টার এপিএস-পিওর তদবির বাণিজ্যে উধাও শতকোটি টাকা

সরকারি উচ্চপর্যায়ের তদবির বাণিজ্যের অভিযোগে আলোচনায় উঠে এসেছেন দুই উপদেষ্টার ঘনিষ্ঠ কর্মকর্তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

সামরিক শক্তির তুলনায় কে এগিয়ে ভারত না পাকিস্তান?

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি অবস্থান, কূটনৈতিক চাপ এবং সীমান্তজুড়ে...

দুই উপদেষ্টার এপিএস-পিওর তদবির বাণিজ্যে উধাও শতকোটি টাকা

সরকারি উচ্চপর্যায়ের তদবির বাণিজ্যের অভিযোগে আলোচনায় উঠে এসেছেন দুই উপদেষ্টার ঘনিষ্ঠ কর্মকর্তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিল্লির

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সশস্ত্র হামলায় ২৬ ভারতীয় পর্যটকের মৃত্যু ঘিরে উপমহাদেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে...