ভারতের সিকিম রাজ্যে পাহাড়ধসে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রের বিশাল একটি অংশ গুঁড়িয়ে গেছে। এর ফলে ঝুঁকির মুখে পড়েছে বিদ্যুৎকেন্দ্রটির বাকি স্টেশনগুলোও।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সিকিম রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় লোকজন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে সিকিমের বালুতারে তিস্তা নদীর জলবিদ্যুৎ কেন্দ্রের ওই পাওয়ার স্টেশনের ওপরে পাহাড়ধসে পড়ে। এতে পাহাড় সংলগ্ন ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের তিস্তা নদীর স্টেজ-৫ বাঁধের পাওয়ার স্টেশন ভেঙে যায়।
ভাইরাল ভিডিওটি থেকে দেখা গেছে, পাহাড়ে বিশাল একটি অংশ হঠাৎ কেঁপে ওঠে। এরপর গাছ-গাছালিসহ জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়ে পাহাড়ের একাংশ। পাদদেশে অবস্থিতি বিদ্যুৎকেন্দ্রের পুরোটা ঢেকে যায় ধুলোয়। পাওয়ার স্টেশনের বেশ কয়েকটি বৈদ্যুতিক পিলার মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। ভিডিওতে স্থানীয় লোকজনদের চিৎকার করতেও শোনা যায়।
জানা গেছে, সিকিমের ওই পাহাড়ের নিচ দিয়েই জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল রছেছে। পহাড়ধসে পড়ার ঘটনায় অন্ত ১৭/১৮টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরও ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
ভারতের সিকিমে গত দুই তিন সপ্তাহ ধরে ৫১০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্রটির কাছাকাছি বেশ কয়েকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছিল। পর পর কয়েকটি পাহাড় ধসের ঘটনার পর নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল থেকে আগেই সেখানকার কর্মীদের সরিয়ে নেয়া হয়েছিল বলে জানা যায়।