ভারতে সেতুর উপর থেকে একটি বাস ছিটকে পড় ৫ জন যাত্রী নিহত এবং অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে ওড়িশার জাজপুর জেলার বারবাটি সেতুর উপর থেকে পড়ে যায় পুরী থেকে কলকাতাগামী এ যাত্রীবাহী বাসটি। রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
ভারতে সেতুর উপর থেকে বাস ছিটকে পড়ার বিষয়ে জানা গেছে, এ দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩০ জনের অধিক। বাস চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় পুলিশ। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে। এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে ৫০ জনেরও অধিক যাত্রী ছিলো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়েই পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত বারবাটি সেতুর কাছে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
আহতদের ১০টি অ্যাম্বুলেন্স করে স্থানীয় ধর্মশালা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।