সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে জয় পেল ভারত। ২য় ম্যাচে ভারতকে হারিয়ে সমতা আনে প্রোটিয়ারা। ৩য় এবং শেষ ম্যাচে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে স্বাগতিকদের ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করে স্যামসনের সেঞ্চুরিতে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে ভারত। সঞ্জু স্যামসন ১১৪ বলে ১০৮ রান করেন এবং তিলক ভর্মা করেন ৭৭ বলে ৫২ রান।
২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ২ ওপেনার রেজা হেনড্রিক্স ও টনি ডি জর্জি। তবে দলীয় ৭৬ রানের মধ্যে ২টি উইকেট হারায় প্রোটিয়ারা।
তারপর দক্ষিণ আফ্রিকা ভারতীয় বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন টনি ডি জর্জি। তিনি ৮৭ বলে ৮১ রান নিয়ে আউট হন।
শেষ পর্যন্ত ৪৫ ওভার পাঁচ বলে ২১৮ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষ থেকে একাই ৪টি উইকেট নেন পেসার আর্শদ্বীপ সিং। ৭৮ রানে জয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত।