আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। অর্থ প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। ভারতের লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন। খরব: হিন্দুস্তান টাইমস
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলেয়ে, একটি ভুয়া বিনিয়োগ সংক্রান্ত মামলায় নিজের নাম জড়িয়েছেন সোনু সুদ। লুধিয়ানার আদালতের নির্দেশে তার ওপর গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।
জানা যায়, এই মামলার সূত্রপাত হয় লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্নার বাদীর হয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের একজন ব্যক্তি তাকে ‘রিজিকা কয়েন’ নামের একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি সুদ প্রদান করতে প্রলুব্ধ করেন। আর এই মামলায় অভিনেতা সোনু সুদকে সাক্ষ্য দেয়ার জন্য আদালতে তলব করা হয়েছিল, তবে তিনি হাজির হননি। আদালতে হাজির না হওয়ার কারণেই তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি। এই বিষয়ে সোনু সুদ বা তার টিমের পক্ষ থেকে গণামাধ্যমে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।