ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরের হেলার নামক স্থানে এফবি নীল সাগরসহ দু’টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার(১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এ পর্যন্ত ৩৭ জন জেলে নিখোঁজ হয়েছেন।
ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন সভাপতি আ: মান্নান মাঝি জানান, ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে এফবি নীল সাগর নামে একটি ট্রলার ডুবে যায়। পরে জেলেদের অপর একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ১২ জেলে পাথরঘাটায় ফিরে এসেছে।
২য় ট্রলারটির নাম জানা যায়নি, তবে ট্রলারের মালিক পাথরঘাটার হাজীরখাল এলাকার মো: রহিম খলিফা। ২য় ট্রলারের মাঝিসহ ও ১১ জন জেলদের মধ্যে মাঝি কালু ও জেলে নাদিমসহ চার জনকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অন্য একটি ট্রলার উদ্ধার করে কলাপাড়ার মহিপুর এলাকায় নিয়ে আসে।
মান্নান মাঝি আরও জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত পাথরঘাটার রহিম খলিফার ট্রলারের ৮ জেলে এবং আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকিয়ার ১২ জেলে ও রফিকুল ইসলামের এফবি এলাহি ভরসার ১৭ জেলেসহ মোট ৩৭ জেলে নিখোঁজ রয়েছে।