আজ রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুমিল্লা, নোয়াখালী এবং চাঁদপুর এলাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও।
শনিবার (১০ মে) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত ১ নম্বর দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে, স্থানীয়রা সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিতে পারবে।
এছাড়া, স্থানীয় নদী অঞ্চলে ক্ষয়ক্ষতি বা দুর্যোগের সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষকে আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান এই আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসের আরও কোনো নতুন নির্দেশনা থাকলে তা স্থানীয়ভাবে জানিয়ে দেওয়া হবে।
দেশের এই তিনটি অঞ্চলে আবহাওয়ার তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা থাকায়, স্থানীয়দের জন্য নিরাপদ থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
অন্যদিকে, শনিবার (১০ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দেশের চলতি মৌসুমে সর্বোচ্চ, এবং বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৬ শতাংশ।