বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির নতুন সভাপতি করা হয়েছে।
ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিলো তার। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। আর সেখান থেকেই চলে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।
এর আগে, দীর্ঘ এক যুগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। গত ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর সভাপতির আসনে বসেন তিনি।