জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সকাল থেকেই আন্দোলনে যোগ দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফেরার প্রশ্নই আসে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের প্রধান তিনটি দাবি হলো, ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের অনুমোদন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবায়ন চাই।” কেউ কেউ আরও বলেন, “শুধু ক্যাম্পাস নয়, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি আছে আমাদের।”
শিক্ষকদের পক্ষ থেকেও আসছে আন্দোলনের কঠোর বার্তা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন জানান, বুধবার রাতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠক হলেও কোনো আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। তিনি বলেন, “আমরা হতাশ। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজন হলে দেশজুড়ে ছড়িয়ে পড়বে এই প্রতিবাদ।”
এর আগের দিন (বুধবার), শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-শিক্ষকরা।
জবি শিক্ষার্থীদের এই আন্দোলন এখন শুধু ক্যাম্পাস সীমিত নেই, ছড়িয়ে পড়ছে জাতীয় পরিসরে। শিক্ষার্থীরা বলছেন, কেবল কথার আশ্বাস নয়, দাবি পূরণ হলেই তারা ক্লাসে ফিরবেন।