অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী দিনের রাষ্ট্রনায়ক উঠতে পারেন বলে জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
বৃহস্পতিবার (০৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদের ছবি যুক্ত করে পিনাকী লেখেন, “এই ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণ অফ-হোয়াইট ব্লেজার, টি-শার্ট ও ট্রাউজারের সঙ্গে পরেছেন হোয়াইট স্নিকার। এটা টোন-অন-টোন লুক, মানে, পোশাকের রঙ ও জুতার মিল। এই স্টাইলটাকে বলা হয় ফর্মাল-ক্যাজুয়াল মিক্স, যা এখনকার তরুণদের মধ্যে জনপ্রিয়।”
তিনি বলেন, “স্নিকার শুধু আরামদায়ক নয়, বরং যদি ঠিকভাবে পরা হয়, তাহলে তা হয়ে ওঠে এক ধরনের স্টাইল স্টেটমেন্ট। অফিসিয়াল মিটিং, মিডিয়া উপস্থিতি কিংবা তরুণ উদ্যোক্তাদের মধ্যে এটি এখন এক ধরনের ‘নিউ এজ এক্সিকিউটিভ লুক’ হিসেবে বিবেচিত।”
তিনি আরও বলেন, “যারা স্মার্ট, আত্মবিশ্বাসী ও ক্রিয়েটিভ ইমপ্রেশন দিতে চান, তাদের জন্য ব্লেজার ও স্নিকার কম্বিনেশন একদম পারফেক্ট। কমেন্ট বক্সে কয়ডা ছবি দিলাম। ফ্যাশন সচেতন মানুষ। সবার পায়ের জুতা লক্ষ্য করেন। এই তরুণ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন। এলাহী ভরসা।”