অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরের শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উত্তরাঞ্চল থেকে নিয়োগ বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা ভাবনা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেরই নিজেদেরকে ছোট করে ফেলবেন। আমরা সারাদেশ নিয়ে ভাবছি। অঞ্চল ভিত্তিক ভাবনাগুলোকে আমাদের সংকুচিত এবং সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে সাবাইকে বের হয়ে আসতে হবে।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রংপুরের শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উপদেষ্টা নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা আমাদের সমালোচনা করুন। আমরা সেই ভুলগুলে শুধরিয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রয়োজনে যাদের দরকার বলে মনে করেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকেই উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।