শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ

একাকিত্ব ঘোচাতে ৭৫ বছর বয়সের বৃদ্ধ বিয়ের পিঁড়িতে

বিশেষ সংবাদ

একাকিত্ব ঘোচাতে ৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন মো: আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা। পাত্রী সুফিয়া বেগমের বয়স ৪০ বছর। ছেলে-মেয়েদের সম্মতিতে শেষ বয়সে এসে একাকিত্ব ঘোচাতে নিজেই পাত্রী পছন্দ করে বিয়ে করেন তিনি।

আনোয়ার মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার বাসিন্দা। পাত্রী সুফিয়া বেগম রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার মোল্লার এটা ৩য় বিয়ে। তার ১ম স্ত্রী মারা গেছেন প্রায় একযুগ আগে এবং ২য় স্ত্রী মারা গেছে প্রায় ৬ বছর আগে। সেই স্ত্রীদের পক্ষের ২ ছেলে ও ১ মেয়ে আছে। তারা বাবা আনোয়ার মোল্লার একাকিত্বের কথা ভেবে তৃতীয় বিয়েতে সম্মতি দিয়েছেন।

প্রতিবেশীরা জানায়, আনোয়ার মোল্লা অনেক দিন হলো বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। তার ছেলে ও মেয়েরা বাবার একাকিত্বের কথা চিন্তা করেই বিয়ের ব্যাপারে আপত্তি করেননি।

এ বিষয়ে মো: আনোয়ার মোল্লা জানান, আমি ছেলে-মেয়েদেরকে আমার বিয়ের বিষয়ে বলেছি। তারা আমাকে মেয়ে দেখতে বলে। এরপর মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে আসি। তবে পাত্রীর কোনো চাহিদা নেই। গত রবিবার (২৬ মে) সন্ধ্যার দিকে পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ