শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান: পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে

বিশেষ সংবাদ

ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক জোরদারে অতীতের অমীমাংসিত ইতিহাসকে পাশ কাটিয়ে নয়, বরং তা নিরসনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে একাত্তরের করুণ অধ্যায়ের জন্য পাকিস্তানকে স্পষ্টভাবে ক্ষমা চাইতে বলেছে ঢাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল), রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের মধ্যে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় উভয় দেশ পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জসীম উদ্দিন বলেন, “বাংলাদেশ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।” সেই সঙ্গে স্বাধীনতা-পূর্ব সম্পদের অংশ হিসেবে চারশ’ বিশ কোটি ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, যার বিষয়ে পাকিস্তান আলোচনায় রাজি হয়েছে বলে জানান তিনি।

শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের সম্ভাবনার দিকেও দৃষ্টি রাখছে উভয় দেশ। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, পরিবহন, শিক্ষা, কৃষি এবং মানবসম্পদ উন্নয়নসহ একাধিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদকর্মীদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠকটিকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যা দেন। সাংবাদিকদের প্রশ্নে তার একমাত্র শব্দ—‘নাইস’। এই সংক্ষিপ্ত উত্তরেই যেন লুকিয়ে রয়েছে ভবিষ্যতের সম্পর্কের সম্ভাব্য বারতা।

যদিও আলোচনার আবহ ছিল সৌহার্দ্যপূর্ণ, তারপরও প্রকৃত অগ্রগতি নির্ভর করছে ইসলামাবাদের অবস্থানের ওপর। অতীতের দায় স্বীকার আর প্রতিশ্রুতির বাস্তবায়ন—এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হবে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই হাজান টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত...

দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

মাত্র ৫০০ টাকায় এখন থেকে পাওয়া যাবে দ্বিগুণ গতির ১০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট। এতোদিন এই টাকায় গ্রাহকরা পেতেন ৫ এমবিপিএস গতি। ইন্টারনেট সেবাকে আরও...

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই...

দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

মাত্র ৫০০ টাকায় এখন থেকে পাওয়া যাবে দ্বিগুণ গতির ১০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট। এতোদিন এই টাকায় গ্রাহকরা পেতেন...

লাল কাপড়ে ঢেকে দিল বগুড়া পলিটেকনিকের মূল ফটকের নাম

ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দিয়েছে...