এখন পর্যন্ত বর্তমান সরকার দেশের কোনও সিন্ডিকেট ভাঙতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (০৯ অক্টেবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাতের দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি ।
সমম্বয়ক হাসনাত বলেন, রাজধানীর কারওয়ান বাজারে ডিম ট্রাকে থাকা অবস্থাতেই ৪ বার হাতবদল হয়। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এসব সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু এইসব সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। দেশের সকল সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে আমাদরে এই গণঅভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?
প্রসঙ্গত, দেশের বাজারে সম্প্রতি বেশ কয়েকটি পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। তার মধ্যে প্রতি হালি ডিমের দাম ৬০ টাকায় পৌঁছেছে। এই নিয়ে দেশের সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।