সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি, সরকারে থাকা সকল কমিটি থেকেও ইস্তফা দিয়েছি। আমি মনে করছি সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা আমার বেশি প্রয়োজন, এজন্য পদত্যাগ করেছি।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বাইরে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন এবং ছাত্র-জনতার কাতারে থাকাও প্রয়োজন।
সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি, সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা আরও বেশি হবে। বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধারা রয়েছে তারাও এটি চান। এর পরিপ্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নাহিদ ইসলাম।