অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষায়, এগুলো কোনো বিচার নয়, বরং “হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”
সোমবার (১৯ মে) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ওই পোস্টে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। অথচ এখন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে বিচার দেখানোর চেষ্টা হচ্ছে।’
হাসনাতের দাবি, ‘দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা হয়নি। ইন্টারিম সরকারের কথা বলে যে ৬২৬ জনের তালিকা তৈরি হয়েছিল, তাদের কী হলো? সবাইকে নিরাপদে বাইরে পাঠিয়ে এখন একজন শিল্পীকে গ্রেপ্তার করে নাটক মঞ্চস্থ করা হচ্ছে।’
তিনি সাফ জানিয়ে দেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ সরানো।’
এর আগে, রোববার (১৮ মে) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৯ মে) আদালত তাঁর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। এরপর দেশের গণ্ডি পেরিয়ে ভারতের সিনেমাতেও কাজ করেছেন তিনি। পাশাপাশি উপস্থাপনা আর বিজ্ঞাপনেও ছিলেন ব্যস্ত।