অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। রাষ্ট্রের সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। অন্তর্তবর্তী সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করছে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এসময় উপজেলায় লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।