কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে । সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
জানা যায়, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সঠিক কয়টায় এই হামলা হয়েছে সেই সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।