টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে হুজু মিয়া (৪৫) নামের এক সাপুড়ে জঙ্গলের মধ্যে গর্ত থেকে সাপ ধরতে গেলে হাতে কামড় দেয় বিষধর গোখরা সাপ। কামড় খেয়ে সেই সাপটি ধরে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে হাজির হন সাপুড়ে হুজু মিয়া।
সেখানে তাকে দ্রুত ভ্যাকসিন দেওয়া হলে তিনি শঙ্কামুক্ত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
সাপুড়ে হুজু মিয়ার বাড়ি ঢাকার সাভারে। তবে তারা ১০-১২টি পরিবার প্রায় ১ যুগ ধরে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের রামখা এলাকায় বস-বাস করে আসছেন। তাদের পেশা সাপ ধরা এবং বিভিন্ন বাজারে গিয়ে ঘুরে ঘুরে সাপের খেলা দেখানো।
সাপুড়ে হুজু মিয়ার পরিবার সূত্রে জনা গেছে, সাপুড়ে হুজু মিয়া প্রতিদিনের মতো উপজেলার কচুয়া এলাকার একটি জঙ্গলে সাপ ধরতে যান। এসময় একটি গর্তে সাপের অস্তিত্ব টের পেয়ে কোদাল দিয়ে মাঁটি খুঁড়তে থাকেন। এর একপর্যায়ে গর্ত থেকে সাপটি বেরিয়ে আসতেই ধরতে যান হুজু মিয়া। এ সময় বিষধর গোখরা সাপটি তার হাতে কামড় বসিয়ে দেয়। কামড় খেয়েও দমে যাননি হুজু মিয়া। সাপটি ধরে নিয়ে সোজা চলে যান হাসপাতালে।
হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো: ফরিদ হোসেন জানান, সাপটি সঙ্গে করে নিয়ে আসায় সাপের কামড়ের ক্ষতস্থান দেখে নিশ্চিত হয়ে চিকিৎসা দেয়া সহজ হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।