কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ফকির ওরফে জাহের আলী ফকির (৪০) ও একই ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল সালামের ছেলে মো: রফিকুল ইসলাম ওরফে সাগর (৩৮)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মো: নিজাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ মো: জাহের আলী ফকির ও মো: রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরেক মাদক ব্যবসায়ী মো: নিজাম উদ্দিন।
কুড়িগ্রামের রৌমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুশাহেদ খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) সকালে তাদেরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। আসামি জাহের আলী ফকিরের বিরুদ্ধে ৭টি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা এবং পলাতক নিজামের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।