ক্রিকেটার সাকিবের কাছে তার স্ত্রী শিশিরের বয়স কেবল মাত্র ২০ বছর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনের এ বিভিন্ন এলাকায় তিনি চষে বেড়াচ্ছেন। তবে নির্বাচনি ব্যস্ততায় স্ত্রী শিশিরের জন্মদিনে পাশে থেকে কেট কাটতে পারেননি সাকিব আল হাসান।
তবে এই বিশ্বসেরা অলরাউন্ডার সেই অভাব পুষিয়ে দিয়েছেন তার মুখের কথায়। তিনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে তার বাচ্চাদেরকে নাকি বলেছেন, শিশির এবার সবে ২০ বছরে পা রাখল। ক্রিকেটার সাকিবের সেই কথায় শিশিরের মনও গলে গেছে রোদ পোড়া হিমবাহের মতো।
আর সেই কথা শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন আমার স্বামী আমার বাচ্চাদেরকে বলেছে, আমি কেবল ২০ বছরে পা দিয়েছি। আমি এটা প্রশংসা হিসেবেই নিয়েছি। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আর যাদের টেক্সটের রিপ্লািই পারিনি এবং ফোন ধরতে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও ফুল ও কেক পাঠিয়েছেন সাকিব আল হাসান।