সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। ভিডিওটিতে দাবি করা হয়, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর নাকি একদল লোকের হাতে রাস্তায় মার খেয়েছেন। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ভাইরাল হয়, যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরাও।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি ভুয়া। সেখানে যে ব্যক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে, তিনি মিশা নন। বরং ভিডিওটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিশার নাম জড়িয়ে প্রচার করা হয়েছে।
তবে মিশার হাসপাতালে থাকার ছবিটি সত্য। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, হাঁটুর পুরনো চোটের চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডালাসে মিশা সওদাগরের সফল অস্ত্রোপচার হয়েছে। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “সবাই মিশার জন্য দোয়া করবেন।”
মিশার হাঁটুর এই সমস্যা নতুন নয়। প্রায় ৯ বছর আগে, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা চরিত্রে অভিনয়ের সময় শুটিং সেটে পড়ে গিয়ে তিনি পায়ের গুরুতর চোট পান। এরপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ চিকিৎসা চলে। মাঝেমধ্যে চোট আবারও মাথাচাড়া দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করাতেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান এই বর্ষীয়ান অভিনেতা।
বৃহস্পতিবার (১৫ মে), যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে সফলভাবে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দ্রুত সেরে উঠছেন বলেও জানান জায়েদ খান।
এই ঘটনার পর মিশার ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।