খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ২০ জন যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) এবং মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে ১টি পিকআপ সামাজিক আনুষ্ঠানে যোগ দিতে জেলার গুইমারা উপজেলায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ১টি পর্যটকবাহী বাস পাহাড়ী মোড় অতিক্রম করার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপে থাকা ২ নারীর ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় অন্তত আরও ২০ জন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। এ সব আহত যাত্রীরা পিকআপ যোগে গুইমারা যাচ্ছিলেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপ সংঘর্ষের বিষয়ে খাগড়াছড়ির সদর থানার পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ দুর্ঘটনায় কোনো পর্যটক হতাহত হয়নি।