গাইবান্ধার সাঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
গতকাল রাত ১১টার দিকে উপজেলার সাঘাটা-গাইবান্ধা আঞ্চলিক সড়কের বিলবস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার উত্তর উল্যাবাজার এলাকার আব্দুল আজিজের স্ত্রী শান্তা বেগম (৩৬) ও তার ছেলে রবিউল ইসলাম (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ঈদের কেনাকাটা শেষে সিএনজি যোগে একই পরিবারের ৫ জন নিজ বাড়িতে ফিরছিলেন। সিএনজিটি সাঘাটা-গাইবান্ধা আঞ্চলিক সড়কের বিলবস্তা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে রাখা মিস্কার ঢালাই মেশিন এর সাথে ধাক্কা লেগে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে একই পরিবারের ৫জন গুরুত্বর আহত হয়।
পরে দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে তাদের এম্বুলেন্স যোগে বগুড়ায় নিয়ে পথেই মা ও ছেলে দুইজনই মারা যান।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক গাইবান্ধার সাঘাটায় সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।