গাজীপুরে দুটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এই কর্মসূচি শুরু করেন ওই কারখানার শ্রমিকেরা।
জানা গেছে ওই কারখানাটির নাম এম এম নিটওয়্যার লিমিটেড। গত ১৮ ডিসেম্বর এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড নামের এই দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকেরা বলেন, গতকাল সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি খুলে দেওয়ার দাবিতে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন শ্রমিকেরা। পরে রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভকাীরা শ্রমিকেরা ফিরে যান। আজ সকালে তারা আবারও কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক ২টি স্থানে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
এ বিষয়ে এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে কুপিয়ে আহত করেন কারখানার শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ওই মামলা প্রত্যাহারের দাবিতে গত ১৭ ডিসেম্বর শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য এম এম নিটওয়্যার লিমিটেডে কারখানটি বন্ধ ঘোষণা করেন। এখন ফের ওই কারখানাটি খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে এসে বিক্ষোভ করছেন।
গাজীপুর শিল্প পুলিশ ২-এর পরিদর্শক মো: মোর্শেদ জামান বলে, শ্রমিকদের বুঝিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।