বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

গাজীপুরে কারখানা বন্ধ, বোনাস না পেয়ে রাস্তায় নামলেন পোশাক শ্রমিকরা

বিশেষ সংবাদ

ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গাজীপুরে বিক্ষোভে নেমেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২২ মার্চ) সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা, এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে

শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সমাধান পাননি। শনিবার সকালে কাজে গিয়ে তারা দেখতে পান, কারখানা বন্ধ রেখে কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে দিয়েছে। ঈদের আগে বোনাস না পেলে চরম আর্থিক সংকটে পড়তে হবে—এই আশঙ্কায় তারা প্রতিবাদে রাস্তায় নামেন।

গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন জানান, “এর আগে গত বৃহস্পতিবারও শ্রমিকরা একই দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু আজ সকালে কারখানা বন্ধ থাকায় তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেয়।”

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, “আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সামনে ঈদ, অথচ এখনো আমাদের ছুটি ও বোনাসের কোনো নিশ্চয়তা নেই। অবিলম্বে কারখানা খুলে দিয়ে আমাদের পাওনা পরিশোধ করতে হবে।”

এই বিষয়ে জায়েন্ট নীট পোশাক কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিল্প পুলিশ জানিয়েছে, তারা শ্রমিকদের দাবির বিষয়ে কাজ করছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পোশাক শিল্প খাতের শ্রম অধিকার, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা না গেলে আরও বড় আকারে অস্থিরতা দেখা দিতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েনসার ওরি আটক

বলিউডের জনপ্রিয় ইনফ্লুয়েনসার ওরি, যিনি প্রায়ই শোবিজ তারকাদের সঙ্গে দেখা যান এবং আম্বানি পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার...

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা...

জনপ্রিয়

অপরাধ

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করলো মার্কিন সংস্থা

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক’ দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। একইসঙ্গে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ...

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করলো মার্কিন সংস্থা

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক’ দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন...

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চার দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা

রাজশাহীতে গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের...

শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ দাবি করে ফেসবুক পোস্ট, সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের...