গাজীপুরে কালিয়াকৈরে ৬টি কলোনির শতাধিক কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলার তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভয়াবহ আগুনে শ্রমিক কলোনির কক্ষগুলোর সঙ্গে সঙ্গে টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপসহ সব জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরে কালিয়াকৈরে ৬টি কলোনিতে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
পরে আগুন আশপাশের ৬টি কলোনিতে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, কোনাবাড়ী ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সেলিম আজাদ ও ভাইস চেয়ারম্যান মো: মনোয়ার হোসেন শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় চেয়ারম্যান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে উপজেলা পরিষদ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদাণ করা হবে। তবে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সহায়তা করেছেন।