বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইকরামুল হক সাজিদ মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী। রবিবার (৪ আগস্ট) মিরপুরে আন্দোলনে অংশ নিয়েছিলেন সাজিদ। এ আন্দোলনে মিরপুর ২ নং এলাকায় হঠাৎ পুলিশের একটি গুলি তার মাথার পেছনে এসে লাগে। মাথা ভেদ করে গুলিটি তার চোখের পেছনে আটকে যায়।
গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররাও জানিয়েছিলেন সাজিদকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে তাদের জন্য। সে তার নিজের আত্মশক্তির বিশ্বাসে বেঁচে ছিলো বলেও বলেছিলেন ডাক্তাররা।
সাজিদের মৃত্যুতে দিশেহারা তার স্বজনেরা। আন্দোলনে থাকা অবস্থায় মায়ের সাথে কথা হয়েছিলো সাজিদের। তখন সাজিদ মা’কে বলেছিলেন, ‘চিন্তা করো না মা, আমার কিছু হবে না’। তার বাড়ি রাজধানীর মিরপুরে বলে জানা যায়।