চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা চাই বন্দর উন্নত হোক, কিন্তু সেটি কারও হাতে তুলে দিচ্ছি না।’
রবিবার (২৫ মে) রাজধানীতে আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ আয়োজনটির উদ্যোক্তা ছিল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।
প্রেস সচিব বলেন, ‘আমরা চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলোতে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবস্থাপনার সুযোগ দিতে চাই, যেন তারা বিশ্বমানের সেবা নিশ্চিত করতে পারে। এতে বন্দর আরও কার্যকর ও আধুনিক হবে।’
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। কিছু কোম্পানি প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
শফিকুল আলমের ভাষায়, ‘সংস্কার আমাদের লক্ষ্য। তবে এটি কোনো দেশের কাছে হস্তান্তর করছি না। বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো যেন এখানে বিনিয়োগ করে নির্দিষ্ট টার্মিনাল পরিচালনা করতে পারে—এমন একটি ব্যবস্থা গড়তে চাই।’