ব্রাহ্মণবাড়িয়া সদরে র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার পৈরতলার এলাকায় এই ক্যাম্প উদ্বোধন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, (র্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া
উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, বিজিবি’র সিও, পুলিশের কর্মকর্তাগন, সিভিল সার্জন, জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদ কর্মীগন।
এ সময় অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেন তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধিনে র্যাব দায়িত্ব পালন করবে।
র্যাবের মূল দায়িত্ব থাকবে কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের স্বাধীন ভাবে ভোটাধিকার নিশ্চিত করা। দৃঢ়তার সহিত আইনশৃঙ্খলা রক্ষা সহ যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে র্যাব। তিনি বলেন, দেশকে মাদকমুক্ত করতে হলে, দূর্নীতিমুক্ত করতে হলে সকলে মিলেই কাজ করতে হবে।