নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সাত বছরের শিশু রিয়া গোপ নিহতের ঘটনায় প্রায় এক বছর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান মামলাটি দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ-এর অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ছাত্র-জনতার বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে হামলা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
নিহত শিশু রিয়া গোপ শহরের নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবা দীপক কুমার গোপ একজন হোসিয়ারি ব্যবসায়ী, মা বিউটি গোপ গৃহিণী। পরিবারের একমাত্র সন্তান রিয়াকে গত বছর একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল।
পুলিশের করা মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে শহরের নয়ামাটি এলাকায় গুলশান হলের পেছনে দীপক কুমারের পাঁচতলা ভবনের ছাদে খেলা করছিল শিশু রিয়া। ওই সময় হঠাৎ করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা। এসময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে।
পরে গুরুতর অবস্থায় শিশু রিয়াকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুলাই শিশুটি মারা যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনার প্রায় এক বছর পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। “আমরা তাদের বারবার অনুরোধ করেছি মামলা করার জন্য। তবে নিহতের পরিবার মামলা করতে চায়নি। যেহেতু এটি একটি হত্যা সংক্রান্ত ঘটনা, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ নিজ উদ্যোগে মামলা করেছে।”
তিনি আরও জানান, “মামলার তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কজ করছে। এ বিষয়ে অনুযায়ীপরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”