আগামী ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার’কে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ ইউরো বাংলাদেশকে দেওয়া হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি পরিবেশ ও জলবায়ুবিষয়ক খাতে জার্মানির এই সহযোগিতার জন্য দেশটির রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
উপদেষ্টা বলেন, এই অর্থ সহযোগিতার আওতায় নারী, ক্ষুদ্র জাতিসত্তা ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কাজ করা হবে বলেও জানান তিনি।
জার্মানির রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানি সরকারের দক্ষতার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার।