অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে দ্বিতীয় দিনে নতুন করে আরও ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিমের সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় আরও ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৬টি শটগান কার্তুজ, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড ও ৪টি রামদা উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে পতিত ফ্যাসিস্ট সরকারের সাকে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর শনিবার (০৯ ফেব্রয়ারি) ঘোষণা করা ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান।