১ অক্টোবর থেকে কেউ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা করার জন্য পলিথিন ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে সব সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারে সরকারি সিদ্ধান্ত মেনে চলার জন্য বিক্রেতা, ক্রেতা ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার রাজধানীর মীনা বাজার ও আগোরা সুপারশপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের কার্যক্রম উদ্বোধনের সময় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেছেন। তিনি আরো জানান, এই অভিযান শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, আজ থেকে কেউই বাজার করতে পলিথিন শপিং ব্যাগ আনতে পারবে না এবং বাজার থেকেও নিতে পারবেন না। এর পরে একবার ব্যবহার্য প্লাস্টিকও একেবারে বন্ধ করা হবে। এজন্য ব্যবসায়ী, জনগণ ও সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি জানিয়েছেন, সুপারশপগুলো খুশি মনেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন এবং নিজেরাই বিকল্প পদ্ধতির ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। পাট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধেও অভিযান শুরু করা হবে।
এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাথে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সুপার শপ মালিক সমিতির সব নেতৃবৃন্দ।