ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশায় ভাসমান হকার। ‘তারা নিয়মিত মদ ও গাঁজা সেবন করে। হত্যাকাণ্ডের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাবি শিক্ষার্থী সাম্য। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে মাদকসেবীদের দ্বন্দ্ব বা ছিনতাইয়ের ঘটনা থাকতে পারে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।