তফশিল নিয়ে বুধবার বিকালে বৈঠকে বসবে নির্বাচন কমিশন ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার হতে পারে নির্বাচনের তফশিল ঘোষণা। এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি। ঘোষণা দিতে পারেন নির্বাচনের তফসিল। জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) ইসি সচিবালয়ের সচিব মো: জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল নিয়ে নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।
সচিব জানান, ইসি বলেছে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনের পর ২০১৯ সালের ৩০ জানুয়ারি সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় । সে হিসেবে সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের ২০২৪ সালের ২৯ জানুয়ারি পাঁচ বছর মেয়াদ শেষ হবে ।
পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের ৯০ দিনের মধ্যে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১ নভেম্বর। সে হিসেবে আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার ছয়শো তেত্রিশ জন। আর ভোটকেন্দ্র বিয়াল্লিশ হাজার একশো তিন টি।