বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১১ মে) পৃথক অভিযান চালিয়ে চান্দাইকোনা ও বাগড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮)। তাকে চান্দাইকোনা বগুড়া বাজার এলাকা থেকে বিকেলে গ্রেফতার করা হয়।
অপরজন কুসুম্বি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম (৭৫)। বাগড়া বাজার এলাকা থেকে গতকাল সন্ধায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই শেরপুরের ধুনটমোড় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে।
এতে রিফাত সরকারসহ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আহত রিফাত সরকার পরে ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম ও মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।”